বন্দরে ১৯ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে বায়ু দূষণ রোধে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯টি অবৈধ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের শাসনেরবাগ, লক্ষণখোলা ও দাশেরগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার ইউনিট এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মেসার্স হাজী অটো ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড ও মেসার্স আল মক্কা ব্রিকসকে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়। মেসার্স থ্রি স্টার ব্রিকস, নারায়ণগঞ্জ ব্রিকস এন্ড ম্যানুফেকচারিং, সাইফুল অটো ব্রিকস, আল-মদিনা ব্রিকস এন্ড ম্যানু:, মেসার্স জামান ব্রিকস, মেসার্স বন্ধন ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিক ফিল্ড, মেসার্স মায়ের দোয়া ব্রিককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স মাশা-আল্লাহ বিক্স, মেসার্স আল্লাহর দান ভাই ভাই ব্রিক, মেসার্স চাচা-ভাতিজা ব্রিক ফিল্ড, মেসার্স আল্লাহর দান, মেসার্স বন্ধু ব্রিকস, মেসার্স নিউ আল মদিনা ব্রিকস ও মেসার্স মা বাবার দোয়া ব্রিকসকে সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মেসার্স হাজী অটো ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড ও মেসার্স আল মক্কা ব্রিকস নামের ৩টি ইটভাঁটিকে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এ সময় অন্যান্য ইটভাঁটির কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টের এ অভিযানে ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

add-content

আরও খবর

পঠিত