বন্দরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪: ঈদের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে এর চালক ও এক নারী আরোহী নিহত হয়েছেন। তারা হলেন অন্তর (২৩) ও তাজনেহারা (১৭)।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত অন্তর জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপুর উত্তর দরিয়াবাদ এলাকায় বিপ্লব বিপুলের ছেলে ও নিহত তাজনেহারা পটুয়াখালী জেলা পটুয়াখালী থানার কমলাপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল হক।

 

 

add-content

আরও খবর

পঠিত