বই মেলায় পাঠকের নজরে কবির সোহেলের কাব্যগ্রন্থ “নিরুত্তর প্রশ্নবোধক”

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবারের অমর একুশে বইমেলায় দৃষ্টি নন্দন প্রচ্ছদ আর ভিন্নমাত্রার কবিতা নিয়ে বের হয় কবির সোহেলের তৃতীয় কাব্যগ্রন্থ নিরুত্তর প্রশ্নবোধক। বইটিতে গ্রাম-বাংলার শ্বাশত রূপ, সমাজের বৈষম্য ও মানবিক অবক্ষয়ের নানা দিক নিয়ে লেখা লেখকের সেরা ৬০ টি কবিতা স্থান পেয়েছে এ গ্রন্থে। বইটি প্রকাশ করে শিলা প্রকাশনী, শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ৬২৬-৬২৭ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
নিরুত্তর প্রশ্নবোধক ছাড়াও কবির সোহেলের “আমি স্বাধীনতা দেখেছি” কাব্য গ্রন্থটিও প্রকাশ করে শিলা প্রকাশনী। আশির দশকের কবিতা নিয়ে ১৯৯০ সালে বঞ্চিতের কন্ঠ প্রকাশ করে গণ উন্নয়ন ট্রাস্ট নামক একটি প্রতিষ্ঠান।
লেখক কবির সোহেল বর্তমানে এ সি এস টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে কর্মরত আছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার দেউলি চৌরাপাড়া এলাকায়
১৯৬৯ সালের ২৯ নভেম্বরে জন্মগ্রহণ করেন।
গ্রন্থটি তরুণ প্রজন্মের মানবিক মূল্যবোধ বিকাশ ও দেশপ্রেমে সদা জাগ্রত করবে এবং চলতি মেলায় বইটি নিয়ে পাঠক সমাজ আলোচনা সমালোচনা করছেন বলে জানান প্রকাশক বি এম কাউসার।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত