পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে না’গঞ্জে সড়কের বিলবোর্ড উচ্ছেদ শুরু করলেন ওবায়দুল কাদের

নারায়নগঞ্জ বার্তা ২৪: প্রধানানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মহাসড়কের দু’পাশের বিভিন্ন রাজনৈতিক দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শতাধিক বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড উচ্ছেদ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ২ জানুয়ারী শনিবার বিকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক মোঃ সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ অফিসের বিভাগীয় প্রকৌশলী মো. সামছুউদ্দিন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান প্রমুখ। এসময় সড়কমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বছরের শুরু থেকেই পরিচ্ছন্ন নগর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহী ও চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন করা হয়েছে। উচ্ছেদ করার সময় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত