নারায়ণগঞ্জ বন্দরে ইউএনও’র সরকারি বাস ভবনে চুরি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীনের সরকারি বাস ভবনে দু:সাহসীক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ভবনের রান্নাঘরে জানালার গ্রীল ভেঙ্গে রুমে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে গেছে। ইউএনও ছুটিতে তার গ্রামের বাড়ি খুলনা যাওয়ায় বাসা খালি পেয়ে চোরেরা চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় বন্দর থানা পুলিশ উপজেলা নৈশ্য প্রহরীসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে আটক করেছে। পরে মহানগর শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিনের তদবীরে এমপি সেলিম ওসমানের নির্দেশে পুলিশ আটককৃতদের ছেড়ে দেন। আটককৃতরা হলো ইউএনওর অফিস সহকারি বদু, শাহীন, ফটোকপি অপারেটর প্রতাপ, ঝাড়–দার জুলেখা বেগম, কাজের বুয়া রফেদা বেগম, মালি মোতালিব, গাড়ি চালক বাসেদ, উপজেলা মসজিদের ইমামের ছেলে মুজাহিদ ও উপজেলা গেইটের সামনের দোকানদার মনিরসহ ১১ জন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বদু ও মোতালিবকে মারধর করেছে তথ্য আদায়ের জন্য। বন্দর থানার ওসি নজরুল ইসলাম নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে বলেন, উপজেলার কর্মচারীদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে তাদের গ্রেফতার করা হয়নি। আর জেলা প্রসাশকের নির্দেশে ইউএনও’র রুম তালা বন্ধ করে রাখা হয়েছে। ইউএনও ফিরে এসে তার কি কি চুরি হয়েছে তা নিশ্চিত করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। কি কি মালামাল চুরি হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ব্যপারে বন্দর ইউএন’ও মিনারা নাজমীন নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে মোবাইল ফোনে জানান, তিনি খুলনা থেকে দ্রুত চলে আসছেন। তিনি এসে বিস্তারিত জানাবেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত