নারায়ণগঞ্জে এক রাতে দুই বাসে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জে এক রাতে দুটি বাসে অগ্নি সংযোগের থবর পাওয়া গেছে। রবিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীণ ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এবং সদর থানাধীণ চানঁমারি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানঁমারি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা নামে একটি যাত্রীবাহি পরিবহনের অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে এঘটনা ঘটে। খবরপেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আল্লাহ ভরসা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান চলছে।

এরআগে সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়নের দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে নাফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দুপুর থেকেই বাসস্ট্যান্ডের ওই স্থানে পার্কিং করা ছিল। সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুনের ঘটনা ঘটলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কেউ কেউ বলছেন, অবরোধ সমর্থনকারীরাই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বাসস্ট্যান্ডে শত শত লোকের সমাগম রয়েছে। এর মধ্যে এ ঘটনা। বাসের মালিক ঘটনাস্থলে আছেন। খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এখানে ফায়ার সার্ভিস আছে। তারা ভালো বলতে পারবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, বাসে আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতরে কোনো মানুষ না থাকায় কেউ হতাহত হয় নি। কীভাবে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে।

 

add-content

আরও খবর

পঠিত