নারায়ণগঞ্জের ৭৮২টি কেন্দ্রে ভোট দিবেন সাড়ে ২২ লাখ ভোটার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৬ জন স্বতন্ত্রসহ ১৩ টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী অংশ নিচ্ছে।জেলার ৫ টি আসনে মোট ৭৮২ টি কেন্দ্রে ৪ হাজার ৯৭৯ টি ভোট কক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
২ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৮ টি স্থায়ী কেন্দ্রে ৮১৭ টি ভোট কক্ষে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭২০ জন। এই আসনে ২ জন হিজড়া ভোটার আছেন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৫৫ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই এখানে।
এখানে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন, গোলাম দস্তগীর গাজী (আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (তৃণমূল বিএনপি), একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শাহজাহান ভুইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (লাঙ্গল), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ২ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে ১১৭ টি স্থায়ী কেন্দ্রে ৭৪১ টি ভোট কক্ষে ৩ জন হিজড়া ভোটারসহ মোট ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১২৫ জন। নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ১৩৯ জন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৭ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই আসনে।
এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ৫ জন। তাঁরা হলেন নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি), মো. শরিফুল ইসলাম (স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)
নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও) আসনে ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে ১৩১ টি স্থায়ী কেন্দ্রে ৭৭১ টি ভোট কক্ষে মোট ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন ভোটার আছেন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন। নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৩৬ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই আসনে। এখানে প্রার্থী রয়েছেন। কায়সার হাসনাত (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), এবিএস ওয়ালিউর রহমান খান (বিএনএম), মো. আসলাম হোসাইন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), মো, মজিবুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র), মুক্তিজোটের মো. আরিফ।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ টি ওয়ার্ড ও ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ১ টি অস্থায়ীসহ ২৩১ টি কেন্দ্রে ১৫৬২ টি ভোট কক্ষে ৬ জন হিজড়া ভোটারসহ মোট ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন ভোটার আছেন। পুরুষ ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন। নারী ভোটার আছেন ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এখানে ৭৬ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে।নারায়ণগঞ্জ-৪ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, একেএম শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. আলি হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শহিদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস), মো. ছৈয়দ হোসেন (জাসদ)।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)
নারায়ণগঞ্জ-৫ আসনটি সদরের আংশিক ও বন্দর উপজেলা নিয়ে গঠিত। এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ টি ওয়ার্ড ও ৭ টি ইউনিয়নে ১৭৫ টি স্থায়ী কেন্দ্রে ১০৮৮ টি ভোট কক্ষে মোট ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন ভোটার ভোট প্রদান করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৩৬৮ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ২৬ জন। এখানে ৬ জন হিজড়া ভোটার আছেন। কোন অস্থায়ী ভোট কেন্দ্র না থাকলেও ৪২ টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে এই আসনে। এই আসনে ৪ জন প্রার্থী লড়বেন। তাঁরা হলেন, একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএসএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো. আব্দুল হামিদ ভাসানী (তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রীম পার্টি)।

add-content

আরও খবর

পঠিত