দলীয় নির্দেশ অমান্য করায় সাদেকুর রহমানকে শোকজ নোটিশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দলীয় নির্দেশ অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নোটিশ আগামী কয়েকদিনের মধ্যে আওয়ামীলীগের ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে প্রেরণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
২৪ জানুয়ারী রবিবার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এ কথা জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সাংগঠনিক সম্পাদক ও দফতরের সম্পাদকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সোনারগাঁও পৌর নির্বাচনে প্রার্থী হন সাদেকুর রহমান।  নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। সোনারগাঁও পৌর নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রাথী এডভোকেট ফজলে রাব্বী নৌকা প্রতীকে নির্বাচন করে হেরে যান।
ফজলে রাব্বীর সমর্থকদের অভিযোগ, সাদেকুর রহমান দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালে আওয়ামীলীগের প্রার্থী ফজলে রাব্বী বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। তবে সাদেকুর রহমানের সমর্থকরা মনে করেন প্রার্থী বাছাই আওয়ামীলীগ সঠিক সিদ্ধান্ত নেয়নি। যার ফলে ভোটাররা তাদের প্রার্থীকে বিজয়ী করেছে।
সূত্র জানায়, সোনারগাঁও পৌর নির্বাচনে স্থানীয় জাপার সাংসদ লিয়াকত হোসেন খোকা মেয়র প্রার্থী সাদেকুর রহমানের পক্ষে কাজ করেছেন । অন্যদিকে ফজলে রাব্বীর পক্ষে কাজ করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
আওয়ামীলীগের দলীয় সূত্র জানায়, রবিবার থেকেই মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী ঐ সব বিদ্রোহী প্রার্থীদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো শুরু হবে। নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হবে। আওয়ামী লীগের হিসাবে, পৌরসভা নির্বাচনে তাদের দলের ৫৯ জন নেতা বিভিন্ন পৌরসভায় ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে অংশ নেন। এর মধ্যে ১৮ জন প্রার্থী জয়ী হয়েছেন। কারণ দর্শানোর নোটিশ জয়ী ও পরাজিত সবাইকেই দেওয়া হচ্ছে।
ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগে থেকেই বলা হচ্ছে। এর মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো। জবাব পাওয়ার পর নেতাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত