চেয়ারম্যান জাকির হোসেনের দাবির প্রেক্ষিতে হসপিটাল করার আশ্বাস এমপি সেলিম ওসমানের

নারায়নগঞ্জ বার্তা ২৪ : একেএম সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে আলীরটেক ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র (শাল) বিতরণ করা হয়। শনিবার ২৬ ডিসেম্বর বিকালে আলীরটেক ইউনিয়নে শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম সেলিম ওসমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি।  আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেন সরকারীভাবে নির্বাচনের তারিখ ঘোষনা করার আগে একজন আরেক জনের নামে কোনো প্রকার মিথ্যাচার অপপ্রচার ও গীবত বন্ধ করতে হবে। এই ইউনিয়নে আমার দাদা, বাবা, বড় ভাই এবং ছোট কাজ করে গেছেন আমিও কাজ করতে চাই । জাকির চেয়ারম্যান এর হাসপাতাল এর দাবির প্রেক্ষিতে তিনি ঘোষনা করেন যে, আপনি আমাকে হসপিটাল এর জন্য জায়গা নির্ধারন করে দিন আমি হসপিটাল করে দিব যাতে আলীরটেক ইউনিয়ন এর জনসাধারনের চিকিৎসার কোন সমস্যা না হয়। তিনি আরোও  বলেন, আলীরটেক এলাকার মানুষ রাজনীতি করে না। তাদেরকে বিভিন্ন সময় রাজনীতির মোড়ে ঘুরানো হয়। কখনো বর্তমান চেয়ারম্যানের পক্ষে কখনো সাবেক চেয়ারম্যানের পক্ষে স্লোগান দেওয়া হয়। আজ আমি তাদের দুইজনকে সাথে নিয়ে এখানে এসেছি আপনারা কি এটার পক্ষে ? তখন উপস্থিত সকলে একসাথে আওয়াজ  তুলে সেলিম ওসমানের বক্তব্যের সমর্থন দেন। শুধু জিন্দাবাদ আর তেল ঘি মাখলে হবে না কাজ করতে হবে। আপনাদেরকে ছোট নয় বড় স্বপ্ন দেখতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে হবে। যাতে করে আমরা চলে গেলেও ভবিষ্যত প্রজন্ম আমাদের স্মরণ করে। আলীরটেকে আমার দাদা,বাবা,বড় ভাই এবং ছোট ভাইয়ের পর আমি কাজ করছি। আলীরটেককে আমি ভালোবাসি। আমাকে জায়গা দেন আমি আলীরটেকেই বসবাস করবো।মরে গেলে আমার লাশ বন্দরে নিয়ে যাবে দাফন করতে। মতিউর রহমান ও জাকির হোসেনকে আলীরটেক ইউনিয়নে নির্বাচনে সমর্থন দেওয়ার ব্যাপারে তিনি বলেন, আমার শ্যালক আরেকজন আমার ছোট ভাই। এসময় আলীরটেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো ঃ জাকির হোসেনের সভাপতিত্বে  আরো উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার শাহীন রাজু, ফিরোজ মিয়া,জাকির হোসেন, ঝর্ণা বেগম, বর্ন্যা আক্তার, রুহুল আমিন, নওয়াব মিয়া, হাসেম মিয়া, ইউপি সচিব মাহবুবুর রহমান, সমাজ সেবক আব্দুল গফুর রাজা, আলী আহম্মেদ মোল্লা, হাজী ওহাব মিয়া, হাজী শরীফ হোসেন, শহীদুল্লাহ পাঠোয়ারী, শফিকুল ইসলাম প্রমূখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত