গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে মিউজিক ভিডিও, গুনলেন জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে মিউজিক ভিডিও করার অপরাধে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ জুন সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম ফখরুল আলম। তার বাড়ি কুমিল্লায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। আদালত পরিচালনাকালে দেখা যায়, সেতুর মাঝখানে প্রাইভেটকার দাড় করিয়ে কয়েকজন মিউজিক ভিডিও করছেন। তারা কুমিল্লা থেকে এসেছেন। কিন্তু সেতুতে গাড়ি পার্কিং ও যাত্রী অবস্থানে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের একজনকে ১  হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

add-content

আরও খবর

পঠিত