গত বছরের দূর্ঘটনা আর দূর্ভোগের আলোকে আসন্ন লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতি ও উন্নয়ণ কর্মকান্ড তদারকির সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪: আগামী এপ্রিল মাসে বন্দর লাঙ্গলবন্দে পূণ্য স্নানোৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মালম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব সুষ্ঠভাবে উদ্যাপনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতি ও উন্নয়ণ কর্মকান্ড তদারকি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার সওজ এর প্রধান নির্বাহী প্রকৌশলী একেএম সামসুদ্দিন আহম্মেদ, এলজিইডির তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: এনামুল কবির, ডিপিএইচই এক্সচেঞ্জ মোহাম্মদুর রশিদ মজুমদার, বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক একেএম আসিফ উদ্দিন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি শংকর সাহা, মহানগর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি শিপন সরকারসহ আরো অনেকেই। এসময় জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা বলেন, বিগত স্নানোৎসবে আগত জনসাধারণ বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছে। জায়গা স্বল্পতার কারণে মানুষ মারা গেছে। তাই আগামী স্নানোৎসবে সকল প্রকার দূর্ভোগ মেটাতে বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে। এগুলো হলো, লাঙ্গলবন্দে যাওয়ার প্রত্যেক রাস্তা ১২ ফুটের পরিবর্তে ৩৬ ফুট এবং দুটি বেইলী ব্রিজ ৩৬ ফুট করে নির্মান করা, স্নানঘাট উন্নয়ন, ডিপটিউবয়েল স্থাপন, ঝুলন্ত ব্রীজ নির্মাণ, নদী খনন (ব্রক্ষ্মপুত্র নদ), খাস জমি পুণরুদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম, রাজঘাট প্রশস্তকরণ, গাড়ী পাকিং স্থান উন্নয়ন, তীর্থ স্থান ও নদীর ময়লা আবর্জনা পরিষ্কার করন, যাত্রী নিবাস উর্দ্ধমুখী সম্প্রসারন, যাত্রী ছাউনী নির্মাণ, দাশেরগাঁও প্রেমতলা রাস্তা প্রশস্তকরন, রাজঘাট রাস্তার উভয় দিকে ফুটপাত নির্মান, পোষাক পরিবর্তন কক্ষ নির্মাণ ও মেরামত, কালিগঞ্জ ঘাট, ওয়াচ টাওয়ার নির্মাণ, বৈদ্যুতিক লাইন ও স্থায়ী খুটি নির্মাণ ভূমি অদিগ্রহণ, ডরমেটরী নির্মাণ, মন্দির সংস্কার ও মেরামত।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত