কমল খানের সভাপতিত্বে বন্দর প্রেসক্লাব-থানা প্রশাসন যৌথ মতবিনিময়

নারায়নগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেছেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকসেবীই যথেষ্ঠ। মাদকের বিস্তার আজ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সাংবাদিক-পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বন্দরকে মাদকমুক্ত করা সম্ভব। সমাজকে সুন্দর করতে হলে মাদকমুক্ত বন্দর গঠন খুবই জরুরী। মাদকের ভয়াবহ বিস্তার রোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রতিটি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধে যখন যেখানে ডাকবেন আমি ১ ঘন্টার নোটিশে চলে আসবো। মনে রাখতে হবে এই সমাজ রক্ষার দায়িত্ব আমাদের সবার। বন্দরে প্রায় ৫ লাখ মানুষের বসবাস। এতো সংখ্যক মানুষের জন্য ১টি থানা, ৩টি ফাড়ি ও একটি নৌ-ফাড়ী রয়েছে। সর্বমোট পুলিশ রয়েছে মাত্র ১০৬ জন। এতো কম সংখ্যক পুলিশের পক্ষে এককভাবে গোটা বন্দরের মাদক নির্মুল, ইভটিজিং প্রতিরোধ সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।  মনে করতে হবে আপনারাও পুলিশ, আইনের রক্ষক। তবেই আইন-শৃংখলা ও মাদক নিয়ন্ত্রন করা সম্ভব হবে। আমি বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে বন্দরবাসীর প্রতি আহ্বান রাখতে চাই, আইন-শৃংখলা রক্ষা মাদক নির্মূলে পুলিশকে সহযোগীতা করুন। আমাদের সুনিদৃষ্ট তথ্য দিন। আমি নিজে অভিযানে নেতৃত্ব দেবো। কোন হুমকী-ধমকী আসলে আমি প্রতিরোধ করবো। আপনারা ভয় পাবেন না। গতকাল শনিবার বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে থানা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুজ্জামান ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ আলীম, বর্তমান সিনিয়র সহ সভাপতি মোঃ কবির হোসেন, সহ সভাপতি এস এম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বর্তমান যুগ্ম সম্পাদক মোঃ নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, নির্বাহী সদস্য মেহেবুব মিয়া, সদস্য জিএম মজনু, প্রাথমিক সদস্য মাহফুজুল আলম জাহিদ, আরিফ হোসেন কনক, জিএম সুমন, মো: সহিদুল ইসলাম শিপু, হৃদয় হোসেন জয়, মেহেদী হাসান রিপন, দ্বীন ইসলাম, শাহ জামাল, বিপুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজিম আহমেদ। মতবিনিময় সভায় মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে যেকোন পদক্ষেপে বন্দর প্রেসক্লাব থানা প্রশাসনের পাশে থাকবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত