আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকার রঙে সেজেছে বাড়ি-গাড়ি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি) : সারা বিশ্বে চলছে বিশ্বকাপ ফুটবল খেলা। সারা বিশ্বের মতোই বাংলাদেশও মাতোয়ারা বিশ্বকাপের আনন্দে। তাই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বাংলাদেশ জুড়ে চলছে সমর্থকদের মাঝে আনন্দের আমেজ।

প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে নারায়ণগঞ্জের শহর ও পাড়া মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা নিচ্ছেন নানা উদ্যোগ। ঘরে-বাইরে আর চায়ের দোকানে এখন চলছে বিশ্বকাপ নিয়ে মুখরোচক সব আলোচনা। আর এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুটবলের দুই চির প্রতিদ্ব›িদ্ব আর্জেন্টিনা ও ব্রাজিল।

দুই দলের সমর্থকরা নিজ বাড়ি, গাড়ি, রিকশা ও ভ্যান প্রিয় দলের পতাকার রঙে সাজিয়ে তুলেছেন। অনেকেই বাড়ির ছাদে ও বারান্দায় টাঙয়েছেন দুই দেশের পতাকা।

নারায়ণগঞ্জ বন্দর বেপারিপাড়া নিজ দলকে সমর্থনের দিক দিয়ে এগিয়ে রয়েছে মো: সহিদুল ইসলামের বাড়ি। পুরো বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে হলুদ আর সবুজে রাঙিয়েছেন তিনি। বাড়িটি নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি।

এদিকে আর্জেন্টিনা পতাকার রঙে নিজ মিশুক সাজিয়ে সবাইকে তাক লাগিয়েছেন মদনগঞ্জ এলাকার মো: সুজন মিয়া নামের এক ফুটবল প্রেমিক। প্রতিদিন তিনি আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন বাড়ায় চালিত মিশুক নিয়ে বন্দরের বিভিন্ন এলাকায় টিপ দিয়ে বেরাচ্ছে।

ব্রাজিল বাড়ির মালিক সহিদুল বলেন, ব্রাজিলের খেলা হলেই আমি দেখি। আমি ব্রাজিলের অন্ধ ভক্ত। আমার পছন্দের দল ব্রাজিলের পতাকায় আমার বাড়ি রাঙিয়ে তুলেছি। আশা করছি এবারের বিশ্বকাপ ব্রাজিলই ঘরে তুলবে।

ব্রাজিল বাড়ি দেখতে আশা বিল্লাল হোসেনের নাতনি জান্নাতুল ফেরদৌস বলেন, আমার ব্রাজিল এর খেলা অনেক পছন্দের। আমি সবসময় ব্রাজিল এর গেঞ্জি পরে থাকি। আশা করছি এবারের বিশ্বকাপ ব্রাজিলই ঘরে তুলবে।

আর্জেন্টিনা পতাকা দিয়ে মিশুক সাজানো সুজন বলেন, ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনা ফুটবলের প্রেমে পড়েছি। এরপর থেকেই মনে প্রাণে আর্জেন্টিনা দলকে সর্মথন করছি। আমার অনেক ইচ্ছে ছিলো আমার মিশুক গাড়ি আর্জেন্টিনা পতাকায় সাজাবো এবার তা করতে পেরে আমার অনেক ভালো লাগছে।

আর্জেন্টিনা দলকে ভালবেসে শুধু তার গাড়ি রঙ করিয়ে থেমে যাওয়ার পাত্র নয় সুজন। আর্জেন্টিনার খেলার দিন এলাকায় বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি খিচুড়ি রান্নার ইচ্ছা রয়েছে তার। এ ছাড়া রাস্তায় চলার সময় তার গাড়ি দেখে আর্জেন্টিনা প্রেমীরা তার গাড়ি নিয়ে গুরার ইচ্ছা প্রকাশ করেন।

add-content

আরও খবর

পঠিত