আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতর সোমবার না মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে ১লা মে রবিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বৈঠক বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২রা মে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ উল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

১ মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে প্রধান ও বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়।

সন্ধ্যায় দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন ২রা মে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ ৩ই মে মঙ্গলবার উদযাপিত হবে।

add-content

আরও খবর

পঠিত