আজ থেকে শুরু হচ্ছে একাদশে ভর্তির ৫ম ধাপের আবেদন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ২০২১ থেকে ২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের পঞ্চম ধাপে অনলাইন আবেদন আজ ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে । ঘোষণা অনুযায়ী আগামী ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে।

এরআগে ১৩ই মার্চ রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।

২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০শে ডিসেম্বর। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে, গত বছরের ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩শে নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত