আইপি টিভিতে সংবাদ প্রচার করা যাবে না : তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আইপি টিভিতে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্লাটফর্মে অনুষ্ঠান প্রচার করলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । ২রা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে মোবাইল অপারেটরদের কাছে জানতে চাওয়া হবে। নিয়মবহির্ভূতভাবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। আইপি টিভি এখন বাস্তবতা। যাচাই-বাছাই করেই লাইসেন্স দেওয়া হবে। ১৪টি আইপি টিভির লাইসেন্স দেওয়া হয়েছে।

সুত্র : জাগো নিউজ।

add-content

আরও খবর

পঠিত