অনুমোদনহীন বেকারি ও কয়েল কারখানায় অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জে একটি বেকারি ও একটি কয়েল কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ জুন) সদর উপজেলার পাইকপাড়া ও সৈয়দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পাইকপাড়ায় একটি বেকারিকে ৫০ হাজার টাকা ও সৈয়দপুর এলাকায় অনুমোদনহীন একটি কয়েল কারখানাকে ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুইটি কারখানায় অভিযান চালিয়ে একটিতে ৩০ হাজার ও আরেকটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত