নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার বাসিন্দা আদম আলীর ছেলে রাজিব হোসেনের নামে অর্থ আত্মস্বাতের অভিযোগ উঠেছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ সুএে জানাযায় মেসার্স রানা রি- রোলিং মিলসের ম্যানেজার রাজিব হোসেন দায়িত্ব পালনের আড়ালে এই অর্থ আত্মসাৎ এর অভিযোগ দায়ের করে মেসার্স রানা রি- রোলিং মিলসের মালিক মোঃ আবুল বাশার রানা।
বিবাদী ১। মোঃ রাজিব হোসেন (৩৮), পিতা- আদম আলী, ২। আদম আলী (৫৮), পিতা- তনুর উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানাধীন সি/১৫০ গোদনাইল এনায়েতনগর এলাকায় মেসার্স রানা রি- রোলিং মিলসে ১নং বিবাদী উক্ত প্রতিষ্ঠানে বিগত ১৪ বৎসর যাবৎ ম্যানেজর এবং সেলস এর দায়িত্ব পালন করিয়া আসছে। এমতাবস্থায় ২৫/১০/২০২৪ তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সি/১৫০ গোদনাইল এনায়েতনগর এলাকায় আমার মেসার্স রানা রি- রোলিং মিলস এর অফিসে বিবাদীর নিকট হিসাব চাইলে সে আমাকে ১৪ মাসের হিসাব দেখায়। আমি উক্ত হিসাব যাচাই বাচাই করিয়া বড় ধরনের একটি ঘারতি দেখিতে পাই। এমতাবস্থায় বিবাদীর নিকট এই যাবৎকাল এর সকল হিসাব দেওয়ার জন্য বলিলে বিবাদী হিসাবের কাগজ আনার কথা বলিয়া কৌশলে আমার মিল হইতে বাহির হইয়া যায় এবং ২নং বিবাদীকে সঙ্গে নিয়া আমার কারখানায় আসিয়া আমার নিকট হিসাব চাওয়ার কারন জিজ্ঞাসা করে। এসময় ১ ও ২নং বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীদ্বয়কে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীদ্বয় আমাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি পূনরায় ১নং বিবাদীর নিকট আমার মিলের হিসাব চাই, তাহলে বিবাদী আমাকে সহ আমার বাবাকে সুযোগমত পাইলে যে কোন বড় ধরনের ক্ষতি সাধন করতঃ আমাদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
অপর একটি সুএে জানাযায় বিবাদী রাজিব হোসেন অর্থ আত্মসাৎতের টাকা দিয়ে এলাকায় একটি বিলাশ বহুল ৫তালা ভবন নির্মাণ করছে।