নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগঞ্জ নগরীতে ঘরের ফ্যানের সাথে দড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় জসিম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। জসিম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন আয়কর অফিসের পাশে সুন্দরবন রেস্তেরায় হোটেলবয় হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাত ৯টায় গলাচিপা কলেজ রোড এলাকার বাসায় দরজা খোলতেই স্বামী জসিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্ত্রী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ রাত ২টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এরপর জসিমের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করে মর্গে নেয়ার পরার্মশ দেয়।
স্থানীয়রা জানায়, নিহত জসিম ওই এলাকার মো. সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে মাত্র দু মাস যাবত বাসাটি ভাড়া নিয়ে স্ত্রীর সাথে বসবাস করছিল। ঘটনার দিন পুরো বেলা ঘরের দরজা লাগানো ছিল। তাই ঘরের ভেতরে কি হয়েছে প্রতিবেশীরা কেউ টের পাননি। তবে রাতে পুলিশকে অবগত করার পর মাত্র সাড়ে ৪ কি.মি. পথ আসতে ৪ ঘন্টা বিলম্ব করায় পুলিশের আন্তরিকতার অভাব বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
স্ত্রী জানিয়েছে, তার স্বামী জসিম জ্বরে ভোগছিল। তাই রেস্তেরায় কাজে যায়নি। ওইদিন সকালে স্বামীকে ঘরে রেখেই কর্মজীবী স্ত্রী নয়ামাটি হোসিয়ারী কারখানায় চলে যান। রাতে কারখানা থেকে ফিরে এসে ঘরের দরজা খোলতেই দেখতে পায় ফ্যানের সাথে ঝুলছে স্বামীর লাশ। তার দাবী, স্বামী আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে নিজের একটি ছবি ছাড়া মোবাইলে থাকা তাদের (স্বামী ও স্ত্রীর) সকল ছবি ডিলিট করে দিয়েছে।