ডেঙ্গু প্রতিরোধে সচেতনা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্সমূচী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: নবী হোসেন) : বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার –এর পিআরএম টাস্কফোর্স ও স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর বিমল চন্দ্র দাস, অধ্যক্ষ,সরকারি তোলারাম কলেজ ও সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা রোভার, স্কাউটার শরীফ মোহাম্মদ আরিফ মিহির কমিশনার,নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউটার এইচ এম ফারুক  বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, ঢাকা বিভাগ ও সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার, স্কাউটার একেএম জানে আলম দীপু যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা, রোভার স্কাউটার আনারুল ইসলাম কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা রোভার ও আর এস এল, সরকারি তোলারাম কলেজ, স্কাউটার মো: মজিবুর রহমান, আর এস এল,সরকারি তোলারাম কলেজ, স্কাউটার রেজওয়ানা হক,আর এস এল,সরকারি কদম রসূল কলেজ, রোভার মো: আতিকুর রহমান  জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, রোভার মো নূর আলম জয়,জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কলেজের প্রায় ৫০ জন রোভার এবং গার্ল ইন রোভার অংশ গ্রহণ করেন।

২ টি স্পটে যথাক্রমে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এবং চাষাড়া রেল স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

add-content

আরও খবর

পঠিত