আড়াইহাজার থানা হতে লুন্ঠিত পিস্তল, গুলি উদ্ধার ক‌রে‌ছে র‌্যাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতন হয়। ছাত্র-জনতার এই কোটা বিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।

গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করতেছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস গোয়েন্দা টীম থানা হতে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য আড়াইহাজার থানা এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় ০৮টি পিস্তল, ০৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

add-content

আরও খবর

পঠিত