ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে শহরের মার্কেটগুলোতে মশক নিধন অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) স্বাস্থ্য বিভাগ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ৮টি মার্কেটে ও সদর মডেল থানা ও নৌ থানায় এ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নাসিক ডেঙ্গু প্রতিরোধ দলের সুপারভাইজার আব্দুল আল মাসুম, বিশেষ সুপারভাইজার মো. সোহেল খন্দকার, মো. বাদশা, মো. ফজলুল হক নিজ্জল প্রমুখ।

তথ্যমতে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে শহরের দুটি সরকারি হাসপাতালে ৫জন চিকিৎসাধীন আছেন।

আব্দুল আল মাসুম বলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ তেমনভাবে লক্ষ্য করা যায়নি। তবে গত সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রন্তের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। তাই নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে, মার্কেটে অভিযান পরিচালনা করছি। এর অধীনে আমরা রবিবার ৮ মার্কেট ও ২টি থানায় অভিযান পরিচালনা করি।

add-content

আরও খবর

পঠিত