নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে যাহীবাহি বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল- আড়াইহাজারের সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়রি বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া।
ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের একটি বাস নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
এদিকে, রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় ওবায়দুল হক নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। সকালে সে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল দিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত এক ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।