সীমান্তের পরিবারের খোঁজ নিলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলী সীমান্তের পরিবারের খোঁজ-খবর নিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেওভোগ পাক্কা রোড এলাকায় নিহত সীমান্তের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মহানগরী জামায়াত নেতারা।

এ সময় মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেন,”স্বৈরাচারী সরকারের চাঁদাবাজ বাহিনী এখন চুরি ও ডাকাতিতে লিপ্ত। সীমান্ত অত্যন্ত ভালো ছেলে ছিলেন এবং তিনি নিয়মিত নামাজ আদায় করতেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রতিটি অলি-গলিতে নিরাপত্তা টহল জোরদার করতে। সীমান্তের রূহের মাগফিরাত কামনা করে তিনি মোনাজাত পরিচালনা করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে পরিবারকে এই পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দীন, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, সদর পূর্ব থানা আমীর মাহবুবুর রহমান, এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত