পূর্বাচলে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির সাংবাদিক রাশেদুল ইসলামের ক্রয়কৃত জমির সাইনবোর্ড উপড়ে ফেলে জোরপূর্বক দখলের পায়তারা করছে একদল ভূমিদস্যু। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে  উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রাশেদুল ইসলাম দৈনিক মানববকণ্ঠ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার। অভিযুক্তরা হলেন-ওই এলাকার রমেশ চন্দ্র মল্লিকের ছেলে সুভাগ্য মল্লিক, তার ছেলে খিতিষ মল্লিক এবং পান্তুষ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘উপজেলার দক্ষিণবাগ এলাকার কেয়ারিয়া মৌজায় ৩৯ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলেন সাংবাদিক রাশেদুল ইসলাম। সম্প্রতি সুভাগ্য মল্লিক, তার ছেলে খিতিষ মল্লিক এবং পান্তুষসহ আরো কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালায়। এতে সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জ আদালতে দেওয়ানী মামলা করেন। ওই মামলায় উভয়পক্ষকে জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আদালত। তবে আদালতের আদেশ অমান্য করে সোমবার দুপুরে ভুমিদস্যুরা সাইনবোর্ড তুলে ফেলে দেয়। এ সময় সাংবাদিকের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের হুমকি দিয়ে তারা চলে যায়। ভুমিদস্যু সুভাগ্য, খিতিষ, পান্তুষ সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পরিকল্পনা করে এই হামলা করেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জোরপূর্বক কারো সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই।

add-content

আরও খবর

পঠিত