নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আসাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত ২৪ ডিসেম্বর শনিবার  রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে। এ সময় রাকিব, আজিজুল ও আরিফুল নামে তিন ক্ষুদ্র ব্যবসায়ী  (মেলায় বেলুন বিক্রেতা) আহত হয়েছেন। তাদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, সোনারগাঁ মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিতে চান ছিনতাইকারীরা। এসব দিতে না চাইলে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। টের পেয়ে আশপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা-বটি নিয়ে বের হয়ে ধাওয়া করে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় আসাদ নামের এক যুবককে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হয়। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী। তার বিরুদ্ধে মামলা আছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত