নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪০ মাস বুধবার। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিৎ করা এবং ছাত্র-গণ অভ্যুত্থানে নিহত ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৬ নভেম্বর) তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪০ মাস। দীর্ঘ ১১ বছর শেখ হাসিনা সরকার এর বিচার প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছিল। শেখ হাসিনার শাসনামলে দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার এইটি একটি নগ্ন উদাহরণ। সরকার বদলের পর ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম আবার শুরু হয়েছে। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিৎ করা এবং ছাত্র-গণ অভ্যুত্থানে নিহত ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর শুক্রবার সন্ধা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে।