নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কাজল হাওলাদার ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত আরও দুজন শিপন ও মামুনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তোলা হয় শিপন ও মামুনকে। এ সময় র্যাব ৫ দিনের রিমান্ড আবেদন করলে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিকেলে গ্রেপ্তকৃত কাজল হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।
এর আগে গত সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরদিন মঙ্গলবার তাকে ৬ দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে তোলা হলে স্বপ্রণোদিত হয়ে ১৬৪ ধরায় জবানবন্দি দিতে রাজি হন কাজল।
উল্লেখ্য, এর আগে ত্বকী হত্যা মামলায় ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধরায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলন।