নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ৩’শ শয্যা হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়ে ভাংচুর করার সঙ্গে জড়িতদের গ্রেফতার, বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসপালের চিকিৎসা তত্বাবধায়ক ডা. আবুল বাশার, আবাসিক চিকিৎসক ডা. দেবরাজ মালাকার, আবাসিক সার্জন ডা. আবুল কাইয়ুম, সিনিয়র কনসালটেন্ট ডা. জহির উদ্দীন, ডা. সুলতান মাহমুদ, ডা. মিনারা সুলতানা, জুনিয়র কনসালটেন্ট ডা. ফয়েজ উদ্দীনসন সকল মেডিকেল অফিসার, নার্স, শিক্ষার্থী, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
চিকিৎসকরা জানান, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল বহিরাগত হাসপাতালে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মচারীদের মারধর এবং হাসপালের জরুরী বিভাগে ভাংচুর করে। এ ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। চিকিৎসকরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।