আড়াইহাজারে চোরের হামলায় আহত ১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে কৈয়াবিল মহা শ্মশানের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে চোরদের হামলায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। জানাগেছে, রবিবার ৫ মার্চ রবিবার ভোর রাতে আড়াইহাজার সদর পৌরসভাধিন শিবপুর এলাকার মহা শ্মশানের পুকুরে কামাল সহ ১৪/১৫ জন মিলে জাল দিয়ে মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাঁধা দিলে। এতে চোরদের হামলায় শিবপুর গ্রামের হালিম (৫৫), আহসানউল্লাহ, (২৫) মোসলেম (৫০) মোশারফ (২৫) কাদির (২২), জায়েদা (৪০), রেজিয়া (২৪) আহত হয়। আহত মোসলেমকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয় লোকজন  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার কৈয়াবিল মহা শ্মশানের সভাপতি নারায়ণ চন্দ্র দাস জানান, উল্লেখিত ব্যক্তিরা প্রায়ই শ্মশানের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে।

add-content

আরও খবর

পঠিত