আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। বুধবার (৬ নভেম্বর) উপজেলার কালি বাড়ি বাজারে অভিযান চালিয়ে ‘আনান মেডিকেল হল’ নামক প্রতিষ্ঠানকে জরিমানা করে টাস্কফোর্স।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান জানান, অভিযানে ‘আনান মেডিকেল হলে’ চেতনানাশক ঔষধ, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি’সহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিল জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন এবং জেলা ও আড়াইহাজার থানা পুলিশের একটি দল।

add-content

আরও খবর

পঠিত