অপপ্রচারের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিবৃতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ছাত্র-জনতা ও সংগঠকদের পক্ষে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে৷ বিবৃতিদাতা হিসেবে সাত ছাত্রনেতা নিজেদের জেলার সাতটি থানার সংগঠক দাবি করে ওই বিবৃতিতে নারায়ণগঞ্জে বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনকে ‘কলুষিত’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ আনা হয়৷

বিবৃতিদাতা হিসেবে নাজমুল ইসলাম, জুনায়ের আহমেদ আকাশ, ফারদিন ইসলাম রোহান, ফারদিন শেখ, মো. পিয়াল ভূঁইয়া, অনিক খান সিয়াম, মেহরাব হোসেন প্রভাতের নাম উল্লেখ করা হয়েছে৷

তাদের দাবি, গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানের পর কিছু মহল নারায়ণগঞ্জ তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছে৷

বিবৃতিতে তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের উজ্জ্বল ইতিহাস এবং দেশের স্বার্থে কাজের জন্য পরিচিত। সংগঠনটি যেকোনো অনিয়মের বিরুদ্ধে আপোষহীন, এবং তাদের গত অনুষ্ঠানে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। বরং অন্য কিছু সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ওঠেছে।

বিবৃতিদাতাদের দাবি, ‘তাদের সংগঠন কখনোই অর্থের যোগান নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িত নয়। বরং তারা নিজেদের মাধ্যমে স্থানীয়ভাবে প্রতিবাদী কর্মসূচি আয়োজন করে এবং বড় ধরনের অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয়ভাবে স্পন্সর খোঁজে। গত ৩১ ডিসেম্বরের অনুষ্ঠানে, বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা করতে কিছু অর্থ সংগ্রহ করা হয়েছিল, যা কিছু ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলে অভিযোগ করা হয়।

নারায়ণগঞ্জের এক সংগঠকের অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে তারা দাবি করেন, তিনি কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতি সমালোচনা করে মিথ্যা তথ্য ফেসবুকে পোস্ট করেছেন। তাদের মতে, এই ধরনের অপপ্রচারমূলক আচরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা।

কোনো ধরনের ‘মিথ্যা অভিযোগ’ বা ‘কটাক্ষে’র জন্য প্রতিবাদ জানিয়ে আগামীতে এমন কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও বিবৃতিতে জানানো হয়।

 

add-content

আরও খবর

পঠিত