সোনারগাঁয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সমাবেশ করেছেন উপজেলার বারদী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। বুধবার (১১ সেপ্টেম্বর) বারদী এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সামনে হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোকের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ম্যানেজার নয়ন গোলধার, বারদী জুয়েলারি সমিতির সভাপতি জগদীশ দে, সাধারণ সম্পাদক লোকনাথ মালী, বারদী এলাকার সাগর দাস, সুমন সরকার, স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস, গ্রাম্য চিকিৎসক স্বপন শীল, সুবোধ দাস, শ্রী রতন বনিক ও প্রাণ কৃষ্ণ বনিক।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার জাতীয় দৈনিক ও স্থানীয় একটি পত্রিকায় বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থেকে তিনজন বিএনপির নেতার চাঁদা দাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাদের নিয়ে যে কথা বলা হয়েছে তা সত্য নয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনজন নেতা রাত দিন আমাদের মন্দির পাহারা দিয়েছেন। আমাদের নিরাপত্তা দিয়েছেন। আমরা তাদের আচরণে সন্তুষ্ট। অথচ একটি মহল আমাদের বক্তব্যের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস বলেন, আমার কাছে কেউ চাঁদা দাবি করেননি। পত্রিকার প্রতিবেদনে দেখলাম আমার বক্তব্য দেওয়া হয়েছে। এতে আমি নাকি বলেছি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বিএনপি নেতারা। আমার সঙ্গে কোনো ব্যক্তি বা সাংবাদিকের কোনো কথা হয়নি। কীভাবে আমার বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে বলেন, এ সময়ে মিথ্যাচার প্রতিবেদনও হয়? বারদী হিন্দু অধ্যাষিত এলাকা। অন্যান্য স্থানে মন্দিরে হামলা, চাঁদাবাজি হলেও বারদীতে হয়নি। মিথ্যা প্রতিবেদন করে সম্মান ক্ষুণ্ণ করেছেন। প্রতিবেদনে যা বলা হয়েছে এখানে উল্টো চিত্র ছিল।

add-content

আরও খবর

পঠিত