সাংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব

নারায়নণঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে করনীয় ও তাৎপর্য র্শিষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩রা জুন রোববার নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে চাষাঢ়াস্থ ড্রিংক এন্ড ডাইন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এড. শাহ আলী মো. পিন্টু খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব দিল মোহাম্মদ দিলু ও দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক ভোরের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহের এ যুগে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সম্প্রতি বন্ধুত্ব ও দায়িত্বশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব পেশাগত দায়িত্ব পালনে কখনই সত্য প্রকাশে পিছ পা হবেনা। আমরা সত্য প্রকাশে বলিষ্ঠ ভুমিকা রাখব। প্রতিটি সাংবাদিকর্মীর স্বার্থ রক্ষায় কাজ করব। সাংবাদিকদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা আমাদের অন্যতম লক্ষ। নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, থাকব। তাই সকলকে আমাদের সাথে থাকার আহ্বান রইল।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় সদস্য শাহাদাত হোসেন তৌহিদ এর পবিত্র কুরআন পাঠের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, এনামুল হক সিদ্দিকী, সৈয়দ সিফাত আল রহমান লিংকন,  তৌকির আহম্মেদ রাসেল, সুলতান মাহমুদ, সদস্য হাবিবুর রহমান, মোহাম্মদ হোসেন, ইউসুফ আলী প্রধান, মো. শামীম,  ও নারায়ণগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক আল মামুন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার,  সহ অন্যান্য বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত