দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে আগুন ও লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে মাজারবিরোধী স্থানীয় লোকজন। শুক্রবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এসময় কিছু লোককে জিনিসপত্র লুট করতে দেখা যায়।

এতে অন্তত চারজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- মো. শাহনেওয়াজ (৬০, মো. শিমুল (৩৬), ওসমান গনি (৭০) ও জাকির (৩২)।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. অলি বলেন, ‘সকাল ছয়টার দিকে মাজারবিরোধী কিছু ব্যক্তি হামলা চালিয়ে প্রথমে দেওয়ানবাগ শরীফে ঢুকে ভাঙচুর করে। ভেতরে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’

এই ঘটনায় আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

তিনি বলেন, একদল ব্যক্তি সকালে মাজারের ভেতর ঢুকে পড়ে ভাঙচুর চালায়। পরে সেখানে আগুনও দেয়। কারা এই কান্ড ঘটিয়েছে তাদের এখনও চিহ্নিত করা যায়নি। তবে তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি। এর আগে গত ২৫ আগস্ট সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরোনো একটি মাজার ভেঙে ফেলে মাজারবিরোধীরা।

 

add-content

আরও খবর

পঠিত