★ গন্তব্য ★ ( কবিতা ) আবু নাসির নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চলো যাই ঘুরে আসি আমাদের শ্যামলা গাঁয় সবুজ ঘেরা ছায়ায় মোড়া বারে বারে যেতে মন চায়। শৈশব কৈশোর সবটা আর যৌবনের কিছুটা কাটিয়ে এসেছি এই গাঁয়ে জানিনা কোথায় কাটবে বাকীটা। শেষ শয়ন টা কোথায় হবে কি জানি কোথায়…
বিস্তারিত
