নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আম পাড়তে গিয়ে পা ফসকে গাছ থেকে নিচে পরে জহিরুল ইসলাম (৫০) নামে এক সিকিউরিটি র্গাডের করুণ মৃত্যু হয়েছে। ৩১ই মে সোমাবার বিকাল ৪টায় বন্দর থানার সোনাকান্দাস্থ বাংলাদেশ ইন্সিটিউট অব মেরিন টেকনোলজি ভিতরে এ র্মমান্তিক র্দূঘটনাটি ঘটে।
সহকর্মীরা আহত সিকিউরিটি র্গাড জহির মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত জহিরুল ইসলাম কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এলারাবাদ এলাকার মৃত জোনাব আলী ভুইয়ার ছেলে ও ২ সন্তানের জনক। পরে শাহাবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের র্মগে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে ঘটনার ঔই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
জানা গেছে, সোমবার বিকালে মেরিন টেকনোলজি স্টাফদের অনুরোধে একই প্রতিষ্ঠানের সিকিউরিটি র্গাড জহির মিয়া মেরিন টেকনোলজি অভ্যন্তরে আম পরার জন্য বিশাল একটি গাছে উঠে। পরে আম পারার ছলে হাঠৎ পা ফসকে নিচে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় জহিরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে।