নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অয়ন ওসমানের নির্দেশে ফতুল্লায় ধান কেটে কৃষকের ঘরে পৌছে দিলো ছাত্রলীগ এবার কৃষকের পাশে দাঁড়ালেন ফতুল্লা থানা ছাত্রলীগের একদল নেতাকর্মী। শুক্রবার (৮মে) সকালে পিলকুনি এলাকায় অয়ন ওসমান এর নির্দেশে কৃষক এর ধান কেটে দেয় ফতুল্লা থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হাসান শুভর নেতৃত্বে ধান কাটায় এই সময় উপস্থিত ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিউন সিনহা এবং জেলা ছাত্রলীগ নেতা গাজী মাসুদ আহমেদ শান্ত, সাইফুল ইসলাম অনিক,আল-আমিন,হাকিম কিরন,শাওন, হাসান, সাজেদীন,মাসুম,আরিফ, নাফিজ,ইয়ামিন,হদয়।