চেয়ারম্যান সাউফুল্লাহ বাদ‌লের পুত্র নয়নের জন্য দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যান ও থানা আওয়ামী লী‌গের সভাপ‌তি সাউফুল্লাহ বাদ‌লের জৈষ্ঠ পুত্র মোসা‌ব্বির আলম নয়‌নের রূ‌হের মাগ‌ফির‌তি কামনায় মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী ) বাদ আসর‌ চেয়ারম্যান,  সদস্য ও কর্মচারী‌দের উ‌দ্যো‌গে ইউ‌নিয়ন প‌রিষদ  কার্যাল‌য়ের হলরু‌মে এ আ‌য়োজন করা হয়।

ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপ‌নের সভাপ‌তি‌ত্বে মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে উপ‌স্থিত ছি‌লেন, চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাইফুল্লাহ বাদল, বীর মু‌ক্তি‌যোদ্ধা ওয়ালী মাহামুদ, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা আউয়াল, ফতুল্লা ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি মি‌ছির আলী, আলী আকবর মেম্বার, যুবলীগ নেতা জা‌নে আলম বিপ্লব, ফতুল্লা থানা স্বেচ্ছা‌সেবক লীগ সভাপ‌তি ফ‌রিদ আহ‌মেদ লিটন, ফতুল্লা থানা যুবলীগ নেতা গিয়াসউ‌দ্দিন, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপ‌তি আবু মো. শরীফুল হক, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা আউয়াল, যুবলীগ নেতা বিন্দু, ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টির লুৎফর রহমান স্বপন, প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত