রেকর্ড হলো প্রয়াত সঙ্গীতজ্ঞ বাসুদেব ঘোষ স্মরণে গান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : সদ্য প্রয়াত সঙ্গীতজ্ঞ বাসুদেব ঘোষ স্মরণে গীতিকবি রফিক সুলায়মান রচিত হয় না সৃজন আর মায়াবী মালকোশ / নেই যে আমাদের বাসুদেব ঘোষ আজ রেকর্ড করলেন শিল্পী পলাশ লোহ। সুর দিয়েছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন কেডি উজ্জল।

উল্লেখ্য, গুণী শিল্পী বাসুদেব ঘোষ গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর কয়েকদিন আগেই প্রয়াত হন সঙ্গীত পরিচালক পৃথ্বিরাজ এবং সন্টু দা। এই গানে কবি তাঁদেরকেও স্মরণ করেছেন। গানটি অচিরেই ইউটিউব এইচ.আর চ্যানেল থেকে অবমুক্ত করা হবে।

add-content

আরও খবর

পঠিত