আমারও মায়ের সমতুল্য, জনপ্রতিনিধি হওয়ায় হেয় করতে এ মিথ্যা অভিযোগ : কাউন্সিলর দুলাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সম্পত্তি দখলে প্রভাব বিস্তারের অভিযোগটি মিথ্যা বলে জানেিয়ছেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে তিনি জানান, সোহেল আমার একজন ভালো বন্ধু, সে সুবাধে ওর মা আমারও মায়ের সমতুল্য। আমি কখনও কোন হুমকী বা হয়রানী করিনি। শুধুমাত্র একজন জনপ্রতিনিধি হওয়ায় সমাজে হেয় করতে আমাকে জড়িযে এ ধরণের মিথ্যা অভিযোগ উঠিয়েছে। যার কোন প্রামানিক দলিল ও তথ্য উনাদের কাছে নেই। উনাদের এটা পারিবারিক বিষয়। এটা কখনও আশা করিনি মা হয়ে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করবে। আর আমি উনাদের হুমকী দিব প্রশ্নই আসেনা।

এর আগে সকালে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ৬৫ বছর বয়সী বৃদ্ধ অসুস্থ্য বিধবা ফরিদা বেগম। বিধবা ফরিদা বেগম বন্দর থানাধীন সামসুদ্দিন ইলিয়াস শাহ রোড রওশোন বাগ, নবীগঞ্জ এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর বড় মেয়ে মুন ইসলাম শাকিল, ছোট ছেলে মানসিক প্রতিবন্দী মোস্তাফিজুর রহমান, ছেলে সাব্বির হিমেলের স্ত্রী রুমা।

add-content

আরও খবর

পঠিত