লাঙ্গলের পক্ষে ১৩নং ওর্য়াডবাসীর শোডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত  ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনে মহাজোট মনোনীত প্রার্থী এ.কে.এম সেলিম ওসমানের লাঙ্গল প্রতিককে বিজয় করতে আল্লামা ইকবাল রোড  ১৩নং ওর্য়াড বাসীর বিশাল মিছিল নিয়ে শো-ডাউন করেছে। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় শাহ ফয়েজউল্লাহ ফয়েজ এর নেতৃত্বে ও বৃহত্তর গলাচিপা যুব সমাজ এর পক্ষে কাজী রবিন এর নেতৃতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেন।

মহাজোটের মার্কা শেখ হাসিনার মার্কা, এরশাদের মার্কা সেলিম ওসমানের মার্কা লাঙ্গল স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেন রাজপথ। উৎসব মুখর ভাবে আনন্দ উল্লাসে ডাক-ঢোল বাজিয়ে নারায়ণগঞ্জকে মাতিয়ে তুলেন তারা।

সেলিম ওসমানকে আগামী ৩০ তারিখ লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মিছিল নিয়ে কলেজ রোড, গলাচিপা, মাসদাইর, জামতলা, চাষাঢ়াসহ বিভিন্ন স্থানে প্রচারণার জন্য গণসংযোগ চালানো হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল ( ভিপি বাদল ), ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান,  নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ, এলাকার মুরুব্বি মো.কামরুজ্জামান বাদশা, মনিরুজাম্মান রাজা, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম লিটন, এহসান করিব রমজান, মিহিন, হায়দার, মাসুদ, জুয়েল, সোহেল, সুরুজ্জামান আল্লান, বিপ্লব, উত্তম, কাজী রবিন, মনির, বাবু, আমির, ফয়সাল, তুহিন, রিমা সহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত