নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ইলিয়াস আহমেদ ) : একটা স্বপ্ন নয় বিলাসিতা আছে, একটা নিজস্ব লাইব্রেরী করার। কিন্ত কোন পদক্ষেপ নাই। কেন নাই ? স্বপ্ন কেন নয় তা নীচে আলোচনা করছি। এক সাথে চায়ের দোকানে এসে খুব আস্তে আস্তে চা খাওয়ার মাঝে যখন দারিদ্রতা কে লুকাতে হয় তখন স্বপ্নগুলো কে মুক্ত করেই রাখতে হয়।
এদেশে পিতারা কলঙ্ক নিয়েই জন্মগ্রহন করে। বেকারতর যে দেশে আধিপত্য বিস্তার করে দিন দিন সেখানে সন্তান জন্মদান করা অন্যায়, ঘোর অন্যায়। রাষ্ট্রের ভূমিকা কি তা নিয়ে আলোচনা করব না, কারণ আমিও মরার মত বাঁচতে চাই।
কর্ম দুর্ভিক্ষে মরে পড়ে আছে মেধারা। ক্ষমতার সঞ্চয় পত্রে অদৃশ্য ভাবে স্পষ্টত নিষেধ আছে এত সাত পাঁচ না দেখবার। এসব সমস্যা মিটে গেলে রাজনৈতিক ভাবে ইস্যুর ঘাটতি হতে পারে তাই এগুলো কে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের রাজনীতিবিদরা দূরদর্শী সম্পন্ন, তারা জানেন ক্ষত যত গভীর হবে ঔষধের ব্যবসা তত ভালো হবে। আবার কেউ এসবে রাজনীতি জড়াবেন না, আগেই বলেছি আমি মরার মত বাঁচতে চাই। মরাদের নিয়ে কিছু একটা লিখে ইতিহাসে শ্বাস বন্ধ হয়ে বাঁচার কোন লোভ আমার নেই। মরে বাঁচতে চাই না। আলোচনার খেই হারিয়ে যাচ্ছে! আসলে আমার কি করার বলুন, ঐ যে আছে না একদল মানুষ, যারা যে কোন ব্যাথায় সহজেই ব্যাথিত হতে পারে কারণ বুকে ব্যাথার মত ঔষধ তারা বুক পকেটে জমিয়েই রাখে;আমিও একটু আধটু সে দলেই। তবে পুরোপুরি নয়! কারণ বাড়িতে জানলে তো আবার সমস্যা!
আসলে খারাপ লাগে কখন জানেন ? যখন একটা মানুষ পঙ্গু হয়ে পঙ্গুত্বের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। ব্যাটাদের সাহস বলিহারি !! আরে ব্যাটা তোর দরকার কি এত ভাবার, যেখানে অবস্থা সম্পন্ন সুস্থ সবল মানুষ পঙ্গুত্বের বেশ ধরছে শুধু মাত্র নিজেকে ভ্যাজাল মুক্ত রাখতে সেখানে তুই কোন হরিদাস পাল ?? বুঝতে হবে এখানে স্বপ্ন দেখা অন্যায়, তা বাস্তবায়ন করতে চাওয়া আরও বেশি অন্যায় আর যাওয়া তো ঘোরতর ! তখন তো ঠিকমত মরণটাও কপালে জুটবেনা, ব্যাটা হতচ্ছাড়া ! বাঁচতে চাস তো চোখ বুঝেই থাক।
এক কবি বলেছেন,
চোখে ছানি পড়লে কাটাবেন না,
মনে রাখবেন, দৃষ্টি যত ঝাপসা
বেঁচে থাকার আনন্দ তত বেশি !
সবাই তো আর সেফুদার মত নয়, মেনে নিতে পারলেন না স্বেচ্ছা প্রবাস নির্বাসন নিয়ে নিলেন। নির্বাসন আপনার হবে প্রবাসে না হলেও স্বর্গ জায়গাটা খুব সহজলভ্য। ওখানে স্বেচ্ছায় পাঠানো যায় !
হ্যাঁ বেকার সময় গুলো খামোখা সুকতলার পিছনে না লাগিয়ে রাজনীতিতে যোগ দিন। এটা আবার জিজ্ঞেস করবেন না, রাজনীতি কি ভালো লোক করে ? আরে বাবা ভালো থাকলে তো খারাপ হবে। ভালো যেখানে নির্বাসনে সেখানে হুদাই “খারাপ” শব্দটারে প্রশ্নবিদ্ধ করবেন না ! আবারো বলছি, আমি কিন্ত রাজনীতিবিদ নয়।