আজমেরী ওসমান এর পক্ষে রিফাতের মাস্ক বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাস প্রতিরোধে আজমেরী ওসমান এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীর মাঝে মাস্ক বিতরণ করেছে রিফাত বিন শহীদ। ২১ই জুলাই বুধবার ঈদের নামাজের পর বিভিন্ন মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগনের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় আল্লামা ইকবাল রোড জামে মসজিদ (কলেজ রোড), চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ, অক্টো অফিস মসজিদ, মাসদাইর কবরস্থান জামে মসজিদ সহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ৫ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।

এ বিষয় রিফাত বিন শহীদ জানান, করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে সর্বস্তরের মানুষদেরকে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে। তার-ই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের তরুণদের আইকন, জনদরদী ও গণমানুষের নেতা এ কে এম আজমেরী ওসমানের নির্দেশনায় আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে যেসব জায়গাগুলোতে জনসমাগম বেশি হয়, সেসব স্থানে আমরা মাস্ক বিতরণ কর্মসূচী চালাই। সবস্তরের মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এছাড়া নিম্ন আয়ের দরিদ্র মানুষদের অর্থাৎ যাদের নিয়মিত মাস্ক কেনার সামর্থ্য হয় না, সেসব মানুষদের মাঝেই আমরা অধিকাংশ মাস্ক বিতরণ করি।

মাস্ক বিতরণ শেষে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষায় এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, তার সুযোগ্য পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান ও আজমেরী ওসমানের পুত্র আলিফ ওসমানের সুস্বাস্থ্য ও দ্বীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

add-content

আরও খবর

পঠিত