চাঁনমারি‌তে হেরোইন সহ ১ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নগরীর চাঁনমারি এলাকায় অভিযান পরিচালনা করে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে  মাদক বিক্রেতাকে হেরোইনসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ই জুন সোমবার সকাল ৭টার দিকে ফতুল্লা থানাধীন চাঁনমারি মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন শহিদুলের ভাঙ্গারী দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লক্ষ ৪০ হাজার টাকা মূল্যমানের ১৪৫ পুরিয়া (১৪ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতাকৃত শহিদুল ইসলাম চাঁনমারী ফকিরা গার্মেন্টস সংলগ্ন মফুর বাড়ীর ভাড়াটিয়া মৃত রহিম বক্সের পুত্র।

ফতুল্লা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার দিকে চাঁনমারি মাইক্রোবাসস্ট্যান্ডের ঢালে শহিদুলের ভাঙ্গারী দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়। সময় তার কাছ থেকে   লক্ষ ৪০ হাজার টাকা মূল্যমানের ১৪৫ পুরিয়া (১৪ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক ইমানুর জানান, গ্রেফতারকৃত মাদক বিক্রেতা শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক করে আসছে। সোমবার সকালে তাকে হেরোইন সহ গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত