ভোকেশনালের খেলার মাঠ রক্ষার দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারক প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর মাঠ রক্ষার দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি দিয়েছে অভিভাবকবৃন্দ। ৩১ই মে সোমবার বেলা সাড়ে ১২ টায় অধ্যক্ষের পক্ষে স্মারক লিপিটি গ্রহন করেন টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক লিটন চন্দ্র সাহা।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার দেশের কারিগরি শিক্ষাকে আরো বিকশিত করার লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা একাডেমি-কাম-ওয়ার্কসপ ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার কাজ হাতে নেয়। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর উন্মুক্ত খেলার মাঠটির মধ্যে উক্ত ভবন নির্মাণ করতে গেলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী নজড়ে পড়ে। তাদের সকলের দাবী কর্তৃপক্ষের এ আত্মঘাতী সিদ্ধান্ত পরিবর্তন করে  প্রতিষ্ঠানের উত্তর পশ্চিম দিকে ছাত্রাবাসের সাথে যে জায়গা পরিত্যক্ত পরে আছে ওখানে ভবনটি করার যায়।

এ ঘটনায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার জনসাধারণসহ সকলে নবনির্মিত ভবন নির্মাণ কাজের জন্য বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। সকলের মতে খেলার মাঠটি বিনষ্ট না করে পরিত্যক্ত ভবনের সামনে বা পরিত্যক্ত জমিতে ভবন নির্মাণ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ওই এলাকার পঞ্চায়েত প্রধান ইসমাইল মাদবর, সাবেক জাতীয় ফুটবলার মোতালেব হোসেন, সমাজকর্মি মোহাম্মদ শাহজাহান, আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা,  জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ  সুজন, জাতীয় ফুটবল খেলোয়াড় সোহেল রানা, মতিউর রহমান শরীফ, কামরুল হাসান শাকিল, মো. আবু সাঈদ, মো. সজল, মো. ইসমাইল হোসেন, তারিফ, আমিনুল ইসলাম রকি, মো. হাসান, সোহান, মারুফ সজল, ইমরুল হাসান লিমনসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া পাঠানটুলীতে অবস্থিত নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। ১৯৮৪ সালে প্রায় ৬.৫ একর জমির উপর বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট হিসেবে এর যাত্রা শুরু হয় ।

তখনকার সময়ে অটো মোবাইল, ওয়োল্ডিং, রেডিও টিভি, আর এসি এই ৪টি ট্রেডে বেকার যুবকদের জন্য ট্রেনিং প্রদান করে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে সরকার এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যা পরবর্তীতে এস এস সি ও এইচ এস সি পর্যায়ে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ নামে পরিচিত।

add-content

আরও খবর

পঠিত