নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতি বছরের মতো এবার ও বসছে লোকজ উৎসব–২০২১। ২০২১ সালে জানুয়ারি মাসে বছরের শুরুতে মেলা বসার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এক ধাপ পিছিয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হয়ে সাংস্কৃতি ও ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করার জন্য প্রাণের স্পন্দন মাস ব্যাপী গ্রাম্য এই মেলা আগামী ১লা মার্চ সোমবার শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ১৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার এক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সভায় এ কথা জানান উপ–পরিচালক রবিউল ইসলাম।
তিনি আরো জানান, মেলার স্টল বরাদ্ধের বিষয় গুলো আগামীকাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে দেয়া হবে। সাধারণত জানুয়ারীতে আমরা মেলার আয়োজন করে থাকি। করোনা মহামারীর কারণে এ বছর আমরা মার্চের প্রথম দিনেই মেলা শুরু করতে যাচ্ছি।
উল্লেখ্য যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবনের লক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকে।