হাজী মোহাম্মদ মজনু আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি): হাজী মোহাম্মদ মজনু মিয়া ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন।তিনি ১নং বাবুরাইল, আম বাগান এলাকার বাসিন্দা। ২০ নভেম্বর বাদ জুম্মা নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার পিতা মৃত মজর আলী কন্ট্রাকটার।তার পৈত্রিক নিবাসভূমি দেওয়াভোগ পাক্কারোড। শনিবার (২১নভেম্বর) সকাল ৯টায় আমবাগান মসজিদে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্হানে সমাহিত করা হবে। মৃত্যু কালে তিনি ২ছেলে ১কন্যা সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরিবারের পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

add-content

আরও খবর

পঠিত