না.গঞ্জ মোটর সাই‌কেল গ্যা‌রেজ ও পার্টস মা‌লিক স‌মি‌তির আ‌লোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা মোটর সাই‌কেল গ্যা‌রেজ ও পার্টস দোকান মা‌লিক স‌মি‌তির উ‌দ্যো‌গে কার্যক‌রি প‌রিষদ বিষয়ক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (২রা অ‌ক্টোবর) সন্ধ্যায় জামতলা এক‌টি অ‌ভিজাত রেস্টু‌রে‌ন্টে এ আ‌য়োজন করা হয়। সংগঠন‌টির সভাপ‌তি ও রাতুল মটরস এর কর্ণধার শেখ মো. ফারুক এর সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সংগঠন‌টির উপ‌দেষ্টা ইব্রাহীম উস্তাদ, আবু জাফর মো. আসলাম, মো. সামাদ।

কর্মকর্তা‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সহ সভাপতি বিমল চন্দ্র দাস,  সাধারণ সম্পাদক মো. রতন খান, সহ সাধারণ সম্পাদক শ্যামল, সাংগঠ‌নিক সম্পাদক মোহন, সহ সাংগঠ‌নিক মে‌হেদী হাসান, কোষাদক্ষ. খোকন শেখ, দপ্তর সম্পাদক বাবু, প্রচার সম্পাদক মোশারফ হো‌সেন, কার্যক‌রি সদস্য  জামাল হো‌সেন, শুভ, সা‌নি, তনয় আ‌লি,

অন্যান্য‌দের ম‌ধ্যে ছি‌লেন, নিজাম উ‌দ্দিন, শাহাদাৎ, সানাউল্লাহ সহ জেলার বিভিন্ন মোটর সাই‌কেল গ্যা‌রেজ ও পার্টস দোকান মা‌লিকগণ।

add-content

আরও খবর

পঠিত