নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরে ২৬৪ ক্যান বিয়ারসহ ফরহাদ আহমেদ (২৮) ও আরেফিন শুভ (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১লা আগস্ট শনিবার রাতে শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশনের সামনে থেকে তাদের আটক করা হয়। ২রা আগস্ট রবিবার তাদের মাদক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন চন্দ্র সরকার জানান, বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ফরহাদ আহমেদ (২৮) ও বন্দর চৌড়াপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে আরেফিন শুভ (২৪)।